Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মদন উপজেলা পরিষদে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মদন, নেত্রকোণা।

 

 

 

স্মারক নং-০৫.৪৫.৭২৫৬.০০০.৩২.০১৯.১৬.৬৯৯                                                          তারিখঃ ৩০.১০.২০১৬ খ্রিঃ।

নিয়োগ বিজ্ঞপ্তি

 

       স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখা এর ১৪ আগস্ট ২০১৪ খ্রিঃ তারিখের ৪৬.০৪৬.০১১.০০.০০.০০৪.২০১৪-৭৫১ নং স্মারকে জারীকৃত এবং স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখা এর ১২ জুলাই ২০১৬ খ্রিঃ তারিখের ৪৬.০৪৬.০১১.০০.০০.০১১.২০১৬-১১৩০ নং স্মারকে ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধিকরায় উপজেলা পরিষদের জন্য রাজস্ব খাতে সৃজিত নেত্রকোণা জেলার মদন উপজেলা পরিষদ কার্যালয়ে নিমণবর্ণিত শূণ্য পদসমূহে সরাসরি লোক নিয়োগের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে নিমেণাক্ত শর্তসাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।

 

ক্রমিক নং

পদের নাম

পদের সংখ্যা

বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

  1.  

অফিস সহায়ক

০২ (দুই) টি

( গ্রেড-২০)

৮,২৫০-২০,০১০/-

অষ্টম শ্রেণী পাশ।

শর্তাবলীঃ

০১।     প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের  প্রকৃত নাগরিক হতে হবে।

০২।     আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯.১২.২০১৪ খ্রিঃ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ নং স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্বহসেত্ম পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েব সাইটে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মদন, নেত্রকোণার http://madan.netrokona.gov.bdহতে সংগ্রহ করা যাবে।

০৩।    আবেদনপত্র আগামী ২৯.১১.২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ের মধ্যে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মদন, নেত্রকোণা বরাবর ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৪।     খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটার নাম (যদি থাকে) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

০৫।     নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

০৬।    প্রার্থীর বয়স ২৯.১১.২০১৬ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সমত্মান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি/নাতনীর ক্ষেত্রে বয়স ৩০ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

০৭।    আবেদনপত্রের সাথে নিমেণাক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

       (ক)     আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি ৫x৫ সে. মি. রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে।

       (খ)     সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

       (গ)     শি যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের/পত্রসমূহের প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি।

       (ঘ)     প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সীলদ্বারা চারিত্রিক সনদপত্র।

       (ঙ)     প্রার্থীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সদনপত্রের প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি।

(চ)     মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা/মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় প্রধানমন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদের সত্যায়িত অনুলিপি।

 (ছ)     প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনী হলে মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক উলেস্নখপূর্বক পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

(জ)     উপজেলা নির্বাহী অফিসার, মদন, নেত্রকোণার অনুকূলে প্রার্থীর উলিস্নখিত পদে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুই শত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

(ঝ)     প্রার্থীর নাম,  ঠিকানা সম্বলিত ১০(দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেটযুক্ত ৯.৫র্র্x ৪.৫র্  ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

০৮।    প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ক্ষেত্রে কোন অগ্রীম কপি গ্রহণ করা হবে না।

০৯।     নিয়োগের ক্ষেত্রে সংশিস্নষ্ট নিয়োগবিধি এবং সরকার নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১০।     সরকারি নীতিমালা মোতাবেক মুক্তিযোদ্ধার সমত্মান/নাতি-নাতনী/পোষ্য/মহিলা/আনসার ভিডিপি/এতিম/শারীরিক প্রতিবন্ধী/উপজাতি প্রার্থীর জন্য কোটা সংক্রামত্ম সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে তার কোটাদাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

১১।     কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২।     কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন শর্ত সংযোজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবেন।

১৩।    চুড়ামত্মভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে তিনি নিয়োগ লাভের অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৪।     যে কোন আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধামত্মই চুড়ামত্ম বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১৫।     মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও কোটা সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূলকপি আবশ্যিকভাবে উপস্থাপন/দাখিল করতে হবে।

১৬।    কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

 

                                                                                           স্বাক্ষরিত

(মোঃ খুরশীদ শাহরিয়র)

উপজেলা নির্বাহী অফিসার

মদন, নেত্রকোণা।

ফোনঃ ০৯৫২৯-৫৬০০১

                                    E-mail-unomadan@yahoo.com

 

 

 

 

 

 

 

 

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

প্রকাশের তারিখ
30/10/2016