সৈয়দ আহম্মদ বসরী (র:) আনুমানিক হিজরী ৪৪৫ সনে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার নেত্রকোণা থানায় ইরাকের বসরা নগর থেকে আগমণ করেন। কথিত আছে বাংলাদেশে আগমণকারী ৩৬০ জন আওলিয়ার মধ্যে তিনিই ছিলেন বয়োবৃদ্ধ। এই জন্য সর্ব মহলে বুড়াপীর নামে খ্যাত। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ১ তারিখে থেকে ৩ তারিখ পর্যন্ত ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওরস মাহফিলে সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত, আশেক সমাবেত হন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS